স্বনামখ্যাত পদার্থবিজ্ঞানী অধ্যাপক এল এম নাথের স্মরণসভা অনুষ্ঠিত
.jpg)
এখান থেকে স্মরণিকার PDF কপি ডাউনলোড করুন
বিগত ১ অক্টোবর ২০১৬ শনিবার বিকেল সাড়ে ৫টায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের প্রথিতযশা প্রাক্তন অধ্যাপক, জগন্নাথ হলের প্রাক্তন প্রাধ্যক্ষ, জগন্নাথ হল ছাত্র সংসদের প্রাক্তন সহ-সভাপতি এবং সামাজিক আন্দোলনের অন্যতম পুরোধা সদ্যপ্রয়াত অধ্যাপক ড. ললিত মোহন নাথের (এল এম নাথ) স্মরণসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথ হল উপাসনালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার। স্মরণসভায় সভপতিত্ব করেন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি পান্না লাল দত্ত। সভা সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীরেন্দ্র নাথ অধিকারী।