বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৭ আয়োজিত
বিগত ১০ নভেম্বর ২০১৭ তারিখ, শুক্রবার জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উক্ত হলের ২০১৬-২০১৭ সেশনে ভর্তি হওয়া প্রথম বর্ষের ৩০ জন ছাত্রকে বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে (ভূতপূর্ব সিনেট হল) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদেরকে বৃত্তি প্রদান করেন। তাছাড়া বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি কানুতোষ মজুমদার এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার। জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি পান্না লাল দত্ত’র সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীরেন্দ্র নাথ অধিকারী এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।