Happy New Year-2020
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন।
সবাইকে শুভ বড়দিনের ও নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন।
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয় |
![]() |
Jagannath Hall Alumni Association Dhaka University |
প্রধান অতিথি: সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক আনিসুজ্জামান পদ্মভূষণ বিশেষ অতিথি: মান্যবর শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা, ভারতীয় হাইকমিশনার অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, মাননীয় উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় |
পুনর্মিলনী ২০১৮ তারিখ: ০২ মার্চ ২০১৮, শুক্রবার, স্থান: টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় [নিবন্ধনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০১৮] |
অংশগ্রহণের জন্য ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখের মধ্যে নিবন্ধনের অনুরোধ
সম্মানিত সদস্যবৃন্দ,
নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ইতিপূর্বে ই-মইেল, সোস্যাল মিডিয়া এবং এসএমএস-এর মাধ্যমে আপনাদেরকে জানানো হয়েছে যে, আগামী ০২ র্মাচ ২০১৮, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সর্ববৃহৎ বার্ষিক অনুষ্ঠান ‘পুনর্মিলনী ২০১৮’ আয়োজিত হবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে, এমিরিটাস অধ্যাপক এবং বাংলা একাডেমির সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক আনিসুজ্জামান পদ্মভূষণ আমাদের পুনর্মিলনীতে প্রধান অতিথি এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মান্যবর শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ অতিথির আসন অলংকৃতকরণে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
'পুনর্মিলনী ২০১৮' জাঁকজমকপূর্ণ, সুন্দর ও সফলভাবে আয়োজনের জন্য জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র লাল ভৌমকিকে আহ্বায়ক, সহ-সভাপতি শ্রী তপন চন্দ্র মজুমদারকে যুগ্ম-আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক শ্রী ব্রজ গোপাল দেবনাথকে সদস্য সচিব নিযুক্ত করে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া, বিভিন্ন বিষয়ভিত্তিক অভিজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
‘পুনর্মিলনী ২০১৮’-তে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে সপত্র একটি নিবন্ধন ফরম এখানে ক্লিক করে ডাউনলোড করে অথবা অ্যাসোসিয়েশনের কার্যালয় অথবা এলাকা/শাখা কমিটি ভিত্তিক নির্ধারিত ব্যক্তিবর্গের নিকট থেকে নিবন্ধন ফরম সংগ্রহ করা যাবে। যথাযথভাবে নিবন্ধন ফরমটি পূরণর্পূবক নির্ধারিত ফি সহ আগামী ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখের মধ্যে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, অথবা এলাকা/শাখা কমিটি ভিত্তিক নির্ধারিত ব্যক্তিবর্গের কাছে জমাদান করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
নিবন্ধনের ব্যাপারে নিম্নলিখিত ব্যক্তিবর্গের সাথে / অ্যাসোসিয়েশন কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ করছি:
শ্রী জিতেন্দ্র লাল ভৌমকি, আহ্বায়ক, মোবাইল: ০১৮১৯৪২৩২৫৯
শ্রী তপন চন্দ্র মজুমদার, যুগ্ম-আহ্বায়ক, মোবাইল: ০১৭১১২২২৬৯১
শ্রী ব্রজ গোপাল দেবনাথ, সদস্য সচিব, মোবাইল: ০১৭১১৪৬২৭৪৩
জগন্নাথ হল প্রাধ্যক্ষের কার্যালয়, মোবাইল: ০১৭৮৮৬৭৩৩৬৩
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যালয়,মোবাইল: ০১৭৫১৬৫৯৬৪৬
‘পুনর্মিলনী ২০১৮’ সুন্দর ও সফলভাবে আয়োজনে আপনাদের সকলের সর্বত অংশগ্রহণ এবং সহযোগিতা প্রত্যাশা করছি।
সকলের নিরাপদ অবস্থান ও শারীরিক সুস্থতাসহ সার্বিক মঙ্গল কামনা করছি।
ধন্যবাদসহ আপনাদের একান্ত
পান্না লাল দত্ত মোবাইল: ০১৬৭৮৬৩৩৩১২ |
বীরন্দ্রে নাথ আধিকারী মোবাইল: ০১৭৩০৪৪৪৭৮২ |
|
১৪ ফেব্রুয়ারি ২০১৮ |
রুম নং-৯০৩, লেভেল-৮, সুলতান আহমেদ প্লাজা, ৩২ পুরানা পল্টন, ঢাকা-১০০০, বাংলাদেশ Room # 903, Level-8, Sultan Ahmed Plaza, 32 Purana Paltan, Dhaka–1000, Bangladesh Tel: +88-01751659646, +88-01743700043, E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it., Website: www.jhaa.org.bd |
Page 11 of 16