Login

Breadcrumbs

অনুদান প্রদান ৯-৮-২০২০ খ্রি:

সম্মানিত অ্যালামনাই,
নমস্কার। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ৯-৮-২০২০ খ্রি: তারিখ ৯ম ধাপে এসোসিয়েশন এর করোনা দুর্যোগ তহবিলে জমাকৃত অর্থ থেকে হল প্রভোষ্ট মহোদয় কর্তৃক প্রেরিত তালিকা অনুযায়ী হলের আর্থিক সংকটে থাকা আরো ১০(দশ) জন বর্তমান ছাত্রকে জন প্রতি ৫,০০০/-( পাঁচ হাজার) টাকা আর্থিক সহায়তা তাদের বিকাশ নম্বরের মাধ্যমে প্রদান করা হয়েছে। এ পর্যন্ত মোট ৮৫ (পঁচাশি) জন ছাত্রকে এবং একজন মৃত্যুবরণকারী ছাত্রের পিতাকে আর্থিক সহায়তা প্রদান করা হলো। ৯ম ধাপে আর্থিক সহায়তায় উক্ত তহবিল থেকে ব্যয় - ৫০০০/-* ১০= ৫০,০০০/- টাকা । এ পর্যন্ত মোট ব্যয় ৫০০০/-* ৮৬= ৪,৩০,০০০/- ( চার লক্ষ ত্রিশ হাজার) টাকা। এ ছাড়াও হলের একজন প্রাক্তন প্রাধ্যক্ষের চিকিৎসা সহায়তা বাবদ ২৫,০০০/- টাকা চেক মূলে প্রদান করা হয়েছে। সব মিলিয়ে উক্ত তহবিল থেকে মোট ব্যয় - ৪,৫৫, ০০০/-টাকা। ইহা আপনাদের সদয় অবগতির জন্য জানানো হলো।

সেইসাথে আপনারা যারা এখনো উক্ত তহবিলে অনুদান প্রদান করেন নাই তাদেরকে সামর্থ অনুসারে অনুদান প্রদান করে উক্ত মহৎ কাজে অংশীদার হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হলো।

 

মলয় সাহা
সাধারণ সম্পাদক
JHAA, D.U.