Login

Breadcrumbs

বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৭ আয়োজিত

1.LED-Banner--16x12Save-for-Web

বিগত ১০ নভেম্বর ২০১৭ তারিখ, শুক্রবার জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উক্ত হলের ২০১৬-২০১৭ সেশনে ভর্তি হওয়া প্রথম বর্ষের ৩০ জন ছাত্রকে বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে (ভূতপূর্ব সিনেট হল) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদেরকে বৃত্তি প্রদান করেন। তাছাড়া বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি কানুতোষ মজুমদার এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার। জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি পান্না লাল দত্ত’র সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীরেন্দ্র নাথ অধিকারী এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।

2.Banner-7ft-x-5ft-1pcs

Untitled

উল্লেখ্য, ইতিপূর্বে এই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০১৪ সালে জগন্নাথ হলের ২৩ জন ছাত্রকে একবারের জন্য বৃত্তি প্রদান করা হয়। পরবর্তীতে নীতিমালা প্রণয়নপূর্বক প্রতিবছর নিয়মিতভাবে বৃত্তি’র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে মোতাবেক এবছর জগন্নাথ হলের ৩০ জন ছাত্রকে বছরে ১২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। ভবিষ্যত অর্থের পরিমাণ এবং ছাত্রসংখ্যা বৃদ্ধি করে প্রতিবছর বৃত্তি প্রদানের ব্যবস্থা অব্যাহত থাকবে।

Untitled2

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রবর্তিত এই বৃত্তি প্রদান ব্যবস্থা একটি অনন্য নজির হয়ে থাকবে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রদেরকে সহায়তার মাধ্যমে যাতে করে সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার ব্যবস্থা করে দায়িত্বশীলতার পরিচয়দান করলেন। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনর জন্য এটি অনুকরণীয় বিষয়। কেবলমাত্র বৃত্তি প্রদানই নয়, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সকল প্রকার উন্নয়ন, শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রাচ্যের এই অক্সফোর্ডের প্রাক্তন ছাত্ররা অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপ্ক্ষ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

IMG 2334

এ বছর জগনন্নাথ হলের যে-তিরিশ জন ছাত্রকে বৃত্তি প্রদান করা হয়, তাদের মধ্যে ৪ জন ‘রাধাকান্ত মজুমদার স্মৃতি বৃত্তি’, ৪ জন ‘সরোজিনী মজুমদার স্মৃতি বৃত্তি’, ৪ জন ‘অনিন্দ্য মজুমদার স্মৃতি বৃত্তি’, ৩ জন ‘নরেন্দ্র নাথ রায় স্মৃতি বৃত্তি’, ৪ জন ’পার্থ সারথি দেবনাথ (অনিক) স্মৃতি বৃত্তি’, ১ জন ‘অতুল চন্দ্র দত্ত স্মৃতি বৃত্তি’. ১ জন ‘মনীন্দ্র চন্দ্র পোদ্দার স্মৃতি বৃত্তি’ এবং ৯ জন ’ জগন্নাথ হল অ্যালামনাই অ্যসোসিয়েশন শিক্ষা বৃত্তি’ পেয়েছে। বৃত্তির অর্থ ছাড়াও এদের প্রত্যেককে সদনপত্র প্রদান করা হয়। বৃত্তি প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফটো গ্যালারী দেখার জন্য এখানে ক্লিক করুন

==

ঢাকা, ১১ নভেম্বর ২০১৭