উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘বার্ষিক সাধারণ সভা ২০১৭’ অনুষ্ঠিত
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত ২৮ এপ্রিল ২০১৭, শুক্রবার জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সাধারণ সভা ২০১৭’ অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি পান্না লাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক বীরেন্দ্র নাথ অধিকারী বার্ষিক (২০১৬-১৭) কর্মকাণ্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ তপন কৃষ্ণ পোদ্দার আর্থিক প্রতিবেদন (ডিসেম্বর – জানুয়ারি ২০১৬) উপস্থাপন করেন।
সংগঠনের অন্যতম যুগ্ম-সাধারণ সম্পাদক মলয় কুমার সাহার পরিচালনায় উক্ত সভায় সাংগঠনিক সম্পাদক ব্রজ গোপাল দেবনাথ শোক প্রস্তাব এবং দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।
অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখা কমিটি এবং ঢাকা মহানগর থেকে আগত আড়াই শতাধিক প্রতিনিধি বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উজ্জ্বল বিকাশ দত্ত, অধ্যাপক ড. অসীম সরকার, ড. তপন কুমার দে, জিতেন্দ্র লাল ভৌমিক, তপন চন্দ্র মজুমদার, মনোরঞ্জন মণ্ডল মনোজ, রঞ্জন কর্মকার, ড. আলো ডি. রোজারিও, পরিমল রায়, অরূপ বিশ্বাস, মাধব গোবিন্দ দাস, ড. বিজয় কৃষ্ণ বণিক, মন্তোষ চন্দ, রতন চন্দ্র কর্মকার প্রমুখ। সুবিন্যস্তভাবে মুদ্রিত একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশসহ সুন্দরভাবে বার্ষিক সাধারণ সভা আয়োজনের জন্য বক্তাবৃন্দ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে নিবিড়ভাবে কর্মকাণ্ড পরিচালনা এবং জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শাখাগুলোকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপত করেন। বক্তারা বিশেষভাবে বলেন- অর্থাভাবে জগন্নাথ হলের কোনো ছাত্রের শিক্ষাজীবন যেনো ব্যহত না হয়, বৃত্তি প্রদানের মাধ্যমে তার নিশ্চয়তার বিধান করতে হবে। অন্যদিকে, একাধিক বক্তা দ্রুততার সাথে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিজস্ব একটি জায়গা বা কোনো ভবনের অংশবিশেষ ক্রয়ের প্রস্তাব রাখেন।
সভাপতি পান্না লাল দত্ত তার সমাপনী বক্তব্যে বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের জন্য উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অনুষ্ঠান আয়োজনে যারা সহায়তা করেছেন তাদেরকে এবং বিশেষভাবে জগন্নাথ হলের প্রাধ্যক্ষসহ কর্মকর্তা ও কর্মচারীদেরকে ধন্যবাদ জানান।
সাধারণ সভাশেষে নবনির্মিত জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের সুপরিশর ক্যান্টিনে সাধারণ সভায় অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্ণ ভোজনের ব্যবস্থা করা হয়।
বার্ষিক প্রতিবেদন ২০১৬-২০১৭ ডাউনলোড করুন