বিজয় দিবসের শুভেচ্ছা
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
সবাইকে শুভ বড়দিনের ও নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন।
সম্মানিত অ্যালামনাই,
নমস্কার। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ৯-৮-২০২০ খ্রি: তারিখ ৯ম ধাপে এসোসিয়েশন এর করোনা দুর্যোগ তহবিলে জমাকৃত অর্থ থেকে হল প্রভোষ্ট মহোদয় কর্তৃক প্রেরিত তালিকা অনুযায়ী হলের আর্থিক সংকটে থাকা আরো ১০(দশ) জন বর্তমান ছাত্রকে জন প্রতি ৫,০০০/-( পাঁচ হাজার) টাকা আর্থিক সহায়তা তাদের বিকাশ নম্বরের মাধ্যমে প্রদান করা হয়েছে। এ পর্যন্ত মোট ৮৫ (পঁচাশি) জন ছাত্রকে এবং একজন মৃত্যুবরণকারী ছাত্রের পিতাকে আর্থিক সহায়তা প্রদান করা হলো। ৯ম ধাপে আর্থিক সহায়তায় উক্ত তহবিল থেকে ব্যয় - ৫০০০/-* ১০= ৫০,০০০/- টাকা । এ পর্যন্ত মোট ব্যয় ৫০০০/-* ৮৬= ৪,৩০,০০০/- ( চার লক্ষ ত্রিশ হাজার) টাকা। এ ছাড়াও হলের একজন প্রাক্তন প্রাধ্যক্ষের চিকিৎসা সহায়তা বাবদ ২৫,০০০/- টাকা চেক মূলে প্রদান করা হয়েছে। সব মিলিয়ে উক্ত তহবিল থেকে মোট ব্যয় - ৪,৫৫, ০০০/-টাকা। ইহা আপনাদের সদয় অবগতির জন্য জানানো হলো।
সেইসাথে আপনারা যারা এখনো উক্ত তহবিলে অনুদান প্রদান করেন নাই তাদেরকে সামর্থ অনুসারে অনুদান প্রদান করে উক্ত মহৎ কাজে অংশীদার হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হলো।
মলয় সাহা
সাধারণ সম্পাদক
JHAA, D.U.
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন।
সবাইকে শুভ বড়দিনের ও নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন।
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয় |
![]() |
Jagannath Hall Alumni Association Dhaka University |
প্রধান অতিথি: সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক আনিসুজ্জামান পদ্মভূষণ বিশেষ অতিথি: মান্যবর শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা, ভারতীয় হাইকমিশনার অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, মাননীয় উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় |
পুনর্মিলনী ২০১৮ তারিখ: ০২ মার্চ ২০১৮, শুক্রবার, স্থান: টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় [নিবন্ধনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০১৮] |
অংশগ্রহণের জন্য ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখের মধ্যে নিবন্ধনের অনুরোধ
সম্মানিত সদস্যবৃন্দ,
নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ইতিপূর্বে ই-মইেল, সোস্যাল মিডিয়া এবং এসএমএস-এর মাধ্যমে আপনাদেরকে জানানো হয়েছে যে, আগামী ০২ র্মাচ ২০১৮, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সর্ববৃহৎ বার্ষিক অনুষ্ঠান ‘পুনর্মিলনী ২০১৮’ আয়োজিত হবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে, এমিরিটাস অধ্যাপক এবং বাংলা একাডেমির সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক আনিসুজ্জামান পদ্মভূষণ আমাদের পুনর্মিলনীতে প্রধান অতিথি এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মান্যবর শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ অতিথির আসন অলংকৃতকরণে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
'পুনর্মিলনী ২০১৮' জাঁকজমকপূর্ণ, সুন্দর ও সফলভাবে আয়োজনের জন্য জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র লাল ভৌমকিকে আহ্বায়ক, সহ-সভাপতি শ্রী তপন চন্দ্র মজুমদারকে যুগ্ম-আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক শ্রী ব্রজ গোপাল দেবনাথকে সদস্য সচিব নিযুক্ত করে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া, বিভিন্ন বিষয়ভিত্তিক অভিজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
‘পুনর্মিলনী ২০১৮’-তে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে সপত্র একটি নিবন্ধন ফরম এখানে ক্লিক করে ডাউনলোড করে অথবা অ্যাসোসিয়েশনের কার্যালয় অথবা এলাকা/শাখা কমিটি ভিত্তিক নির্ধারিত ব্যক্তিবর্গের নিকট থেকে নিবন্ধন ফরম সংগ্রহ করা যাবে। যথাযথভাবে নিবন্ধন ফরমটি পূরণর্পূবক নির্ধারিত ফি সহ আগামী ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখের মধ্যে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, অথবা এলাকা/শাখা কমিটি ভিত্তিক নির্ধারিত ব্যক্তিবর্গের কাছে জমাদান করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
নিবন্ধনের ব্যাপারে নিম্নলিখিত ব্যক্তিবর্গের সাথে / অ্যাসোসিয়েশন কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ করছি:
শ্রী জিতেন্দ্র লাল ভৌমকি, আহ্বায়ক, মোবাইল: ০১৮১৯৪২৩২৫৯
শ্রী তপন চন্দ্র মজুমদার, যুগ্ম-আহ্বায়ক, মোবাইল: ০১৭১১২২২৬৯১
শ্রী ব্রজ গোপাল দেবনাথ, সদস্য সচিব, মোবাইল: ০১৭১১৪৬২৭৪৩
জগন্নাথ হল প্রাধ্যক্ষের কার্যালয়, মোবাইল: ০১৭৮৮৬৭৩৩৬৩
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যালয়,মোবাইল: ০১৭৫১৬৫৯৬৪৬
‘পুনর্মিলনী ২০১৮’ সুন্দর ও সফলভাবে আয়োজনে আপনাদের সকলের সর্বত অংশগ্রহণ এবং সহযোগিতা প্রত্যাশা করছি।
সকলের নিরাপদ অবস্থান ও শারীরিক সুস্থতাসহ সার্বিক মঙ্গল কামনা করছি।
ধন্যবাদসহ আপনাদের একান্ত
পান্না লাল দত্ত মোবাইল: ০১৬৭৮৬৩৩৩১২ |
বীরন্দ্রে নাথ আধিকারী মোবাইল: ০১৭৩০৪৪৪৭৮২ |
|
১৪ ফেব্রুয়ারি ২০১৮ |
রুম নং-৯০৩, লেভেল-৮, সুলতান আহমেদ প্লাজা, ৩২ পুরানা পল্টন, ঢাকা-১০০০, বাংলাদেশ Room # 903, Level-8, Sultan Ahmed Plaza, 32 Purana Paltan, Dhaka–1000, Bangladesh Tel: +88-01751659646, +88-01743700043, E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it., Website: www.jhaa.org.bd |
বিগত ১০ নভেম্বর ২০১৭ তারিখ, শুক্রবার জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উক্ত হলের ২০১৬-২০১৭ সেশনে ভর্তি হওয়া প্রথম বর্ষের ৩০ জন ছাত্রকে বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে (ভূতপূর্ব সিনেট হল) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদেরকে বৃত্তি প্রদান করেন। তাছাড়া বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি কানুতোষ মজুমদার এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার। জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি পান্না লাল দত্ত’র সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীরেন্দ্র নাথ অধিকারী এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।
১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের তৎকালীন অ্যাসেম্বলি হাউজের ছাদ ধ্বসে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রতি বছরের ন্যায় এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিসব পালিত হয়। এ উপলক্ষ্যে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী পান্না লাল দত্ত, সহ-সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত, কার্যনির্বাহী পরিষদ সদস্য শ্রী স্বপন কুমার সাহা প্রমুখ সহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জগন্নাথ হল ‘স্মৃতি অক্টোবর’ স্মারকস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এরপর তারা জগন্নাথ হল অক্টোবর স্মৃতিভবনের টিভি কক্ষে এক আলোচনা সভায় যোগদান করেন। স্মরণসভায় নির্ধারিত বক্তা হিসেবে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী পান্না লাল দত্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সসদ্যবর্গ ও নিকট আত্মীয়-স্বজনদেরকে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের লেলিয়ে দেয়া নরপিশাচ-ঘাতকরা বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করে। ইতিহাসের ভয়াল কালো সেই দিন বর্বরোচিত হত্যাকাণ্ডের ৪২তম বছরে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করে। সভাপতি শ্রী পান্না লাল দত্ত, উপদেষ্টা অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ এবং সাধারণ সম্পাদক শ্রী বীরেন্দ্র নাথ অধিকারীসহ অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ১৫ আগস্ট ২০১৭ বেলা ১০টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘বার্ষিক সাধারণ সভা ২০১৭’ অনুষ্ঠিত
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত ২৮ এপ্রিল ২০১৭, শুক্রবার জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সাধারণ সভা ২০১৭’ অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি পান্না লাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক বীরেন্দ্র নাথ অধিকারী বার্ষিক (২০১৬-১৭) কর্মকাণ্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ তপন কৃষ্ণ পোদ্দার আর্থিক প্রতিবেদন (ডিসেম্বর – জানুয়ারি ২০১৬) উপস্থাপন করেন।
সংগঠনের অন্যতম যুগ্ম-সাধারণ সম্পাদক মলয় কুমার সাহার পরিচালনায় উক্ত সভায় সাংগঠনিক সম্পাদক ব্রজ গোপাল দেবনাথ শোক প্রস্তাব এবং দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।
উৎসবমুখর পরিবেশে ‘পুনর্মিলনী ২০১৭’ আয়োজিত
কর্মজীবনের শত ব্যস্ততার মাঝেও বছরের একটি দিন আমরা, জগন্নাথ হলের প্রাক্তন ছাত্ররা আনন্দঘন পরিবেশে অগ্রজ, সমবয়সী বন্ধু ও অনুজ এবং পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে এক মিলনমেলার আসর সাজাই। তারই ধারাবাহিকতায় এ বছর বিগত ২০ জানুয়ারি, শুক্রবার আমরা মিলিত হয়েছিলাম আমাদের চিরচেনা ছায়াসুশীতল টিএসটি’র সবুজ কোমলালয়ে, যেখানে হেমিলনের বংশীবাদকের ন্যায় প্রতিনিয়ত এক মহাকর্ষণে টেনে নিয়ে যায়, সেখানে স্মৃতির সমুদ্রসফেন ঢেউয়ের দ্যোতনায় দিনমান আমরা অবগাহন করেছি নির্মল আনন্দে।
১৯৮৫ সালের ১৫ অক্টোবর বিভীষিকাময় রাতে জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় যে সকল ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস’ পালন করা হয়। এ বছর মর্মন্তুদ সেই দুর্ঘটনার একত্রিশ বছরে ১৫ অক্টোবর ২০১৬, শনিবার ভাবগম্ভীর পরিবেশে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সকল হল ও প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ করা হয় ।
এখান থেকে স্মরণিকার PDF কপি ডাউনলোড করুন
বিগত ১ অক্টোবর ২০১৬ শনিবার বিকেল সাড়ে ৫টায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের প্রথিতযশা প্রাক্তন অধ্যাপক, জগন্নাথ হলের প্রাক্তন প্রাধ্যক্ষ, জগন্নাথ হল ছাত্র সংসদের প্রাক্তন সহ-সভাপতি এবং সামাজিক আন্দোলনের অন্যতম পুরোধা সদ্যপ্রয়াত অধ্যাপক ড. ললিত মোহন নাথের (এল এম নাথ) স্মরণসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথ হল উপাসনালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার। স্মরণসভায় সভপতিত্ব করেন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি পান্না লাল দত্ত। সভা সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীরেন্দ্র নাথ অধিকারী।
আগস্ট মাস বাঙালি’র শোকের মাস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালে ইতিহাসের ভয়াল কালো এই দিনে পরিবারের সসদ্যবৃন্দ ও নিকট আত্মীয়-স্বজনসহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের লেলিয়ে দেয়া নরপিশাচ-ঘাতকরা বুলেটের আঘাতে হত্যা করে। নির্মম সেই হত্যাকাণ্ডের ৪১তম বছরের জাতীয় শোক দিবসে আত্মাহুতীদানকারী শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘জাতির পিতার রক্তঋণ শোধ হবে না কোনদিন’ প্রতিপাদ্যসম্বলিত নিম্নোক্ত ৩টি কর্মসূচি পালন করে:
বিগত ৬ আগস্ট ২০১৬ তারিখ, শনিবার জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়শনের নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ইতিপূর্বে ১ জুলাই ২০১৬ তারিখে পূর্বের জায়গা থেকে উক্ত কার্যালয় বর্তমান জায়গায় স্থানান্তরিত করা হয়। রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে অ্যাসোসিয়শনের নতুন কার্যালয়ের ঠিকানা, যোগাযোগ ও সময়সূচি নিম্নরূপ:
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক সম্মেলনে বিগত ৮ এপ্রিল ২০১৬, শুক্রবার বিশ্ববিদ্যালয় সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কানুতোষ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভা ও সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অনুপম রায় বার্ষিক প্রতিবেদন এবং অর্থ সম্পাদক তপন কৃষ্ণ পোদ্দার আর্থিক প্রতিবেদন পেশ করেন। তাছাড়া জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রের কতিপয় ধারা সংশোধনের উপর প্রস্তাব উপস্থাপন করেন বীরেন্দ্র নাথ অধিকারী।
Dear Alumni around the world,We would like to know if we are providing a good service to you and how we can improve.We would be very grateful for your comments . It will take a few minutes of your time but we would really value your feedback.Thanks!
jhaa.org.bd
Dear Alumni,
We are glad to inform you that JHAA Declare a 'organizing month' from 16 March to15 April , 2014 .Please take your active role and add minimum two members to JHAA ! For detail visit our website: www.jhaa.org.bd /
Thanks,
Debnath Broja Gopal
Organizing secretary,JHAA
Kalachand Shil
Member Secretary, Organizing Committee, JHAA
প্রিয় এলামনাই,
আমাদের প্রিয় শিক্ষক জাতীয় অধ্যাপক রঙ্গলাল সেন এর স্মরণ সভা অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ অপরাহ্ন ৫টায় ।স্থান ঃ "মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন" সামাজিক বিজ্ঞান অনুষদ , ঢাকা বিশ্ববিদ্যালয় । স্মরণ সভায় আপনার স্ববান্ধব উপস্থিতি কাম্য !
Page 1 of 2