সুপ্রীয় অ্যালামনাই,
নমস্কার ।
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অফিসের জন্য ৩/১ পুরানাপল্টনস্থ স্কাই ভিউ হেনোলাক্স সেন্টারের ১৩৫৭ বর্গফুটের অফিস স্পেস ক্রয়ের জন্য বুকিং দেওয়া হয়েছে। রেজি: খরচসহ ১.৭৫ কোটি টাকা ব্যয়ে উক্ত অফিস স্পেস ক্রয়ে আপনাদের আর্থিক সহায়তা একান্ত প্রয়োজন।এমতাবস্থায় আপনাকে অ্যাসোসিয়েশনের তহবিলে ("জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় " শিরোনাম এর যমুনা ব্যাংক লি:, চলতি হিসাব নং- হিসাব নং- ০০০৬০৩২০০০১৬৯৪ এ নগদ বা চেক মূলে জমা অথবা রশিদ গ্রহন ক্রমে চেক/নগদে বা ০১৭১৩০৪৮৬৮৫ নম্বরে বিকাশ করে উক্ত নম্বরে কোষাধক্ষ শ্রী তপন পোদ্দার কে মেসেজে জানানোর মাধ্যমে) অনুদান প্রদান করে সহযোগিতা করার জন্য সবিনয় অনুরোধ করা হলো।
স্বপন কুমার সাহা
সভাপতি
মলয় কুমার সাহা
সাধারণ সম্পাদক
JHAA, D U.